Logo

রাজনীতি    >>   দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে :

দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে :

দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে :

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "অবৈধভাবে বসবাসরত বিদেশিদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"

এর আগে, ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের সময়সীমার মধ্যে বৈধতা অর্জনের জন্য নির্দেশ দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন। তাদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধতা অর্জনের নির্দেশ দেয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বেঁধে দেয়া সময়সীমার পর যারা বৈধতা অর্জন করতে ব্যর্থ হবেন এবং যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে বিদেশিদের নিয়োগ দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"

সরকার বিদেশি নাগরিকদের বৈধ প্রক্রিয়ায় অবস্থান নিশ্চিত করতে সচেষ্ট। যারা আইন মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই উদ্যোগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুশৃঙ্খল করা এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশিদের অবস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert